মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান  ঘটানোর হুঁশিয়ারি বাম নেতাদের

 

স্টাফ রিপোর্টার: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতালকে সফল দাবি করে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটনোর হুঁশিয়ারি দিয়েছেন বাম  নেতারা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ডাকা আধাবেলা হরতাল পালন শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেয়া হয়।

ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন শেষে দাবি আদায়ে নতুন কর্মসূচিরও ডাক দেন সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। শুক্রবার সারা দেশে মিছিলের ডাক নিয়ে নেতারা বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতের দাবি কমানোর ঘোষণা না এলে শুক্রবার বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

গত ২৩ নবেম্বর বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩৫ পয়সা করে বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। একে গণবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দেয় সিবিপি-বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা।

সকালে রাজধানীর পুরানা পল্টন, প্রেসক্লাব এবং শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে বামপন্থীরা। তবে কর্মসূচিতে তেমন সাড়া পাওয়া যায়নি। গুটি কয়েক কর্মী যান চলাচলে তেমন বাধা হয়ে দাঁড়াতে পারেননি। পুলিশ সকাল থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকলেও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি রাজধানীতে। হরতাল শেষে সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘হরতালের এখানেই শেষ নয়, এভাবে চললে গণঅভ্যুত্থানের পথ রচিত হতে পারে। যত দিন মুক্তি না আসবে তত দিন কর্মসূচি দেয়া হবে।’

সরকারি দলের নেতারা উসকানিমূলক বক্তব্য দেয়ার পরও জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল সফল করেছে  খালেকুজ্জামান দাবি করেন, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুরোপুরি অযৌক্তিক। তিনি বলেন, ‘বিইআরসিতে (এনার্জি রেগুলেটরি কমিশন) গণশুনানি ছিল দাম কমানোর, কিন্তু লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য দাম বাড়ানো হলো।’

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ হরতালে কিশোরগঞ্জ, খুলনা, গাইবান্ধা, জামালপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে হামলা করা হয়েছে। এই হামলার ঘটনা নজিরবিহীন।’

শাহবাগে হরতাল সমর্থকদের ভয় পাইয়ে দিতে সাউন্ড গ্রেনেড ব্যবহারেরও সমালোচনা হয় সমাবেশ থেকে। সাইফুল ইসলাম বলেন, ‘এটা মগের মুল্লুক নাকি? এভাবে দেশ চলতে পারে না।’

সিপিবি অফিসেও হামলা হয়েছে অভিযোগ করে সাইফুল ইসলাম বলেন, ‘সরকারের এমন অবস্থা হয়েছে যে এখন তারা গাছের পাতা দেখেও ভয় পাচ্ছে।’

সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাজেকুজ্জামান রতন, জলি তালুকদার প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ